স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুর জেলা ও মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলের সামনে বাগেরহাট জেলার চিতলমারি থানার সভাপতি নিজাম কাজী কে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উক্ত কর্মসূচি পালিত হয়।
ফরিদপুর জেলার জিয়া মঞ্চের আহ্বায়ক লিয়াকত আলী খান লাভলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদপুর এস সাজ্জাদ আহমেদ শাওন, উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক আতাউর রহমান তসলিম, যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান দিলিপ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মনিরুল হক, যুগ্ন আহবায়ক শামসুল আলম পটু , যুগ্ন আহবায়ক মোঃ শহিদুল ইসলাম যুগ্ন আহ্বায়ক আলিমুজ্জামান লিটন, যুগ্ন আহবায়ক মোকলেসুর রহমান লেবু , যুগ্ন আহবায়ক অলিউর রহমান রহমান বাচ্চু মোল্লা সালথা উপজেলা শাখার আহ্বায়ক ফরিদ হোসেন সদস্য সচিব খোকন মাতুব্বর যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম নায়েক ও যুগ্ন আহবায়ক মহম্মদ ইয়াসিন মোল্লা , যুগ্ন আহবায়ক রাজীব আহমেদ রনি। যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান সদস্য গোলাম ইফতেখার রহমান , মোহাম্মদ লাভলু মিয়া, মিন্টু মিয়া , অলিউর রহমান বাচ্চু মোল্লা। সদস্য সাব্বির মৃধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েস প্রমূখ ।
এ সময় বক্তারা বলেন, খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছে। তারা জাতীয়তাবাদী শক্তির উপর হামলা করছে। এরই অংশ হিসেবে চিতলমারি থানার জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজিকে নৃশংসভাবে হত্যা করেছে। বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে হামলা কারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় আরো কঠোর কর্ম সূচি ঘোষণা দেয়া হবে বলে বিক্ষোভ সমাবেশে জানান। ‘