স্টাফ রিপোর্টার : বাগেরহাট জেলার চিতলমারি থানার জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজী কে হত্যার প্রতিবাদে ও খুনি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল
অনুষ্ঠিত হয়েছে।
জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শনিবার (১৫ মার্চ) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
এ সময় জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মাহফুজুর রহমান, সদস্য সচিব আনিসুর রহমান মাসুদ, এস এম ফারুক, আবুল হোসেন অপু, আলমহীর হোসেন আলম, ইদ্রিস খান, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি নান্নু বিশ্বাস, সাধারণ সম্পাদক ওয়াহিদ মন্ডল , সাংগঠনিক সম্পাদক মো.ইমরান শেখ, গোয়ালন্দ উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন তোফা সহ রাজবাড়ী জেলা শাখার জিয়া মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা বলেন, বাগেরহাট জেলার চিতলমারি থানার জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজী কে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছে। তারা জাতীয়তাবাদী শক্তির উপর হামলা করছে। বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে হামলা কারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তা না হলে অবিলম্বে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা । ‘