উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদদে গাজায় চলমান গণহত্যা এবং ভারতীয় সরকারের মদদে ভারতে মুসলিম-নিধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ মার্চ) বাদ জুম্মায় বাহাদুরপুর ইউনিয়ন ওলামা পরিষদ ও তাওহীদি জনতার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন টি বাহাদুরপুর ১নং ইউনিয়ন পরিষদ থেকে র্যালি যোগে বের হয়ে ইউনিয়নের বাহাদুরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদর্ষিণ করে অত্র ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মানববন্ধনে সেনগ্রাম দাখিল মাদ্রাসার শিক্ষক ও বাহাদুরপুর ইউনিয়নের ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন – বাহাদুরপুর ওলামা পরিষদের সভাপতি মুক্তি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ইনামুল হক, বাহাদুরপুর জামে মসজিদের ইমাম মো. আমিরুল ইসলাম সহ অত্র ইউনিয়নের তাওহীদি জনতা ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।