Friday, April 4, 2025

মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ৩ চাকার যান

স্টাফ রিপোর্টারঃ ঈদ উল ফিতর কেন্দ্র করে নারীর টানে বাড়ী ফিরছে মানুষ। ঢাকা থেকে লোকাল বাসে করে নদী পাড় হয়ে অনেকেই বাড়ী ফিরছেন ৩চাকার যানে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণে কাজ করার গতানুগতিক জবাব হাইওয়ে পুলিশের।

ঈদ কে সামনে করে রাজবাড়ীর মহাসড়কগুলোতে বেড়েছে তিন চাকার যানবাহনের দৌরাত্ম্য। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের নাকের ডগায় এসব যানবাহন চললেও নেই কোন আইনি পদক্ষেপ। দুর্ঘটনা রোধে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি বড় যানবাহনের পেশাদার চালকদের।

শুক্রবার (২৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা গেছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর ঢাকা-খুলনা ও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, মাহেন্দ্রসহ বিভিন্ন ধরনের তিন চাকার যান। ঈদকে কেন্দ্র করে এর সংখ্যা বেড়েছে কয়েকগুন। অদক্ষ চালকরা নিয়ম-নীতি না মেনে দূরপাল্লার বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে মহাসড়কে চালাচ্ছেন অবৈধ থ্রি-হুইলার। মাহেন্দ্রগুলো দৌলতদিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মহাসড়ক দিয়ে রাজবাড়ী শহর, পাংশা, ফরিদপুর ও মধুখালীসহ বিভিন্ন স্থানে যাচ্ছে।

আহলাদিপুর হাইওয়ে থানা ও পাংশা হাইওয়ে থানার সামনে দিয়েই মহাসড়কে অবাধে চলছে অবৈধ থ্রি-হুইলারগুলো। অথচ নেই কোন আইনি পদক্ষেপ।

বড় যানবাহনের পেশাদার চালকদের অভিযোগ, অদক্ষ থ্রি-হুইলার চালকদের বিপদজনক ওভারটেকিং, বেপরোয়া গতি ও সিগনাল না মানার কারণেই বাড়ছে দুর্ঘটনা। গত ২৫ মার্চ রাতে দৌলতদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মাহেন্দ্র ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত হন পাঁচজন।

বাসচালক মো. শুভ বলেন, এই থ্রি-হুইলারগুলো মহাসড়কে চলার কারণে বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে। এরা যেখানে সেখানে ওভারটেকিং করে, যেখানে সেখানে যাত্রী নামায় ও মোড় টার্নিং নেয়, এরা সড়কে কোন সিগনাল মানেনা, উল্টাপাল্টা রাস্তা ক্রসিং করে। কিন্তু দুর্ঘটনা ঘটলে দোষ হয় আমাদের বড় গাড়ির চালকদের।


আরেক বাসচালক মো. এনায়েত হোসেন বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলার কারণে আমাদের গাড়ি চালাতে খুব সমস্যা হয়। কারণ থ্রি-হুইলার চালকদের কোন ড্রাইভিং দক্ষতা বা লাইসেন্স নেই। তারা সড়কে গাড়ি চালানোর নিয়ম-নীতি বোঝেনা। এই ঈদের সময় তারা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। যে কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। আমার দাবি, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করা হোক।

মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞার কথা জানা থাকলেও জীবিকার তাগিদে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে মহাসড়কে নামতে হয় বলে দাবি এসব যানবাহনের চালকদের।

মাহেন্দ্র চালক মো. ইমরান আলী মণ্ডল বলেন, আমরা জানি যে মহাসড়কে মাহেন্দ্র চলাচল নিষেধ। কিন্তু কি করবো, অন্য কোন কর্ম নেই। তাই পেটের দায়ে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে মহাসড়কে গাড়ি চালাতে হয়।

এ বিষয়ে রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, মহাসড়কে চলাচল করা থ্রি-হুইলারগুলো আমরা আটক প্রতিনিয়ত আটক করে মামলা দিচ্ছি। ঈদকে কেন্দ্র করে তারা একটু বেশিই মহাসড়ক ব্যবহার করার চেষ্টা করছে। আমরা মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছি।

”এদিকে ওসি নিয়মিত মামলা দায়েরের কথা বললেও; খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসে আহলাদিপুর হাইওয়ে থানায় অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে মামলা হয়েছে মাত্র তিনটি।”

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here