Friday, April 11, 2025

রাজবাড়ীতে ডা. তাসনিম জারা -জানালেন হৃদয়স্পর্শী অভিজ্ঞতার বর্ণনা

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি হৃদয়স্পর্শী অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, ঈদের পরদিন রাজবাড়ীতে অবস্থান করার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক শত কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছেন।

তিনি বলেন, “এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক উঠোন থেকে আরেক উঠোনে গিয়েছি। কোনো মঞ্চ ছিল না, কোনো মাইক্রোফোন ছিল না। আমরা গোল হয়ে বসে মানুষের ঘরের উঠোনে কথা বলেছি। কখনো খোলা আকাশের নিচে, কখনো টিনের চালার নিচে, আবার কখনো গাছতলায় বসে স্থানীয় মানুষের সঙ্গে তাদের জীবনযাত্রা নিয়ে কথা হয়েছে।”

ডা. তাসনিম জারা তার অভিজ্ঞতার মধ্যে এক বিশেষ ঘটনাকে স্মরণ করেন, যা তার মনকে দারুণভাবে নাড়া দেয়। তিনি বলেন, “এক বৈঠকে পারভীন আপা এমন একটা গল্প বললেন যা আমি সহজে ভুলতে পারবো না। উনি দুই মাস আগে স্বামীকে হারিয়েছেন। গ্রাম্য সরু, ভাঙা পথে গাড়ি চলাচলের উপায় নেই, তাই তার স্বামীর মরদেহ বাড়িতে আনতে হয়েছে ভ্যানে করে। কথাগুলো বলার সময় পারভীন আপা কেঁদে ফেললেন। তার কথায় ছিল এক গভীর অসহায়ত্ব।”

ডা. তাসনিম জারা আরও জানান, “পারভীন আপার ওই গল্পটি বারবার আমার মনে পড়ে। ঘুমাতে গেলেও তার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। সেই অসহায় চোখে সম্মান হারানোর যন্ত্রণা স্পষ্ট ছিল, যা বড় ক্ষতের মতো ভেতরে গেঁথে গেছে।”

তিনি বলেন, “আমরা দেশে দুর্নীতি নিয়ে অনেক কথা বলি, বলি যে হাজার কোটি টাকা লুট হয়েছে। কিন্তু সেদিন আমি নিজের চোখে দেখে এসেছি, এই টাকা লুট করা হয়েছে পারভীন আপাদের মতো মানুষের কাছ থেকে, যারা সামান্য রাস্তা বা কিছু সম্মান ছাড়া আর কিছুই চান না, অথচ সেইটুকুও তারা পান না।”

ডা. তাসনিম জারা বলেন, “যারা দেশটাকে লুট করেছে, আমি মনে করি তারা কখনো পারভীন আপার মতো মানুষের উঠোনে বসে তাদের জীবনের গল্প শোনেনি। যদি তারা তা শোনত, তাহলে হয়তো রাতের বেলা তারা শান্তিতে ঘুমাতে পারতো না।”

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here