নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ীতে লোকচক্ষুর আড়ালে মাছের খামারে বিষ প্রয়োগ করে এক খামারীর লক্ষ্য লক্ষ্য টাকার মাছ মেরে ফেলা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। তদন্ত করে সুষ্ঠ বিচার দাবি খামার মালিকের আর মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যরা বলছে, পুকুরের পানি-মাছসহ নমুনা সংগ্রহ করা হয়েছে। নেওয়া হবে আইনগত ব্যাবস্থা।
জানাগেছে, সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে রাজবাড়ীর মাটিপাড়া এলাকায় ব্যাবসায়ী কাজী আরাফাত হাসান জিসানের মাছের খামারে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। ভোর থেকে পুকুরে ভাসতে থাকে লক্ষ্য লক্ষ্য টাকা রুই-কাতলা-সিলভারকার্প-মৃগেলসহ নানান ধরনের মাছ। মুহুর্তেই খবরটি ছরিয়ে পরে আশে পাশের এলাকায়। গ্রামের মানুষ এসে শুরু করে মাছ ধরা।

এ সময় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুকুরে থাকা তিন থেকে চার কেজি ওজনের বড় বড় মাছসহ সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। এলাকাবাসী আরো জানান, সরকার মাছ চাষে মানুষকে উৎসাহিত করছে আর মানুষ মানুষের ক্ষতি করে এটা খুবই নিন্দনীয় যার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী ও খামারী কাজী আরাফাত হাসান জিসান বলেন, খামার সলগ্ন জমি নিয়ে প্রতিবেশি ফরিদ মোল্লা গংদের সাথে পূর্ব শত্রুতা জনিত মামলা ছিল। মামলায় আমি জিতেছি সেই কারনে তারা ক্ষোভে আমার এই ক্ষতি করেছে।
তিনি আরো বলেন, এই এলাকার বেশির ভাগ মানুষই মাছ চাষের সাথে জরিত। এই ঘটনার সঠিক বিচার না হলে একের পর এক ঘটতেই থাকবে। আর বিচার হলে দেশীয় সম্পত রক্ষা পাবে।
এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। মৎস্য কর্মকর্তারা বলছেন, পুকুরের পানি – মাছসহ নমুনা সংগ্রহ করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) বলেন, বিষ দিয়ে মাছ মেরে ফেলার খবরে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কোন লিখিত পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। ‘