উজ্জল হোসেন, পাংশা : পাংশায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা।
আইশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, পাংশা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মো. মাসুদ রেজা শিশির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ ।
সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। এছাড়াও বিভিন্ন বক্তারা মাদক, নদী থেকে বালু- মাটি উত্তোলন, পাংশা বাজারের যানজট সহ হাবাসপুর ইউনিয়নে ভেজাল গুড় তৈরির বিষয়েও বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা বলেন তারা।