Tuesday, May 6, 2025

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহাব্বত মল্লিক (৪৯) কে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। গ্রেফতার মহাব্বত মল্লিক পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের মৃত আবুল খায়ের মল্লিকের ছেলে।

শনিবার (৩ মে) তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর থানার পাচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জন রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণের উপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমন করে। এছাড়াও তাদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে। মারপিট এবং ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ আরো অনেকে গুলিবিদ্ধ ও আহত হয়। পরে এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মো. তারেক খানের ছেলে মো. জিসান হোসাইন খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, থানার এসআই এনায়েত শিকদার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর থানার ভান্ডারিয়া এলাকা থেকে মামলার ঘটনার সাথে জড়িত আসামী মহাব্বত মল্লিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here