Wednesday, May 14, 2025

পরিবেশ দূষনের দায়ে ভিক্টর ভিলেজে নামে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মইজউদ্দিন মন্ডল পাড়া এলাকায় অবস্থিত ভিক্টর ভিলেজ নামে হ্যাচারী ওমুরগীর ফার্মের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ বিধিমালায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৪মে ) সকালের রাজবাড়ী জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, গোয়ালন্দ উপজেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর , প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ অভিযানে ভিক্টর ভিলেজের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক  মোঃ হারুন-অর-রশীদ । তিনি জানান, গোয়ালন্দে ভিক্টর ভিলেজ নামে হ্যাচারী ওমুরগীর ফার্মের বিরুদ্ধে অভিযোগ ছিলো এলাকাবাসীর ।

এ সংক্রান্তে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। আমাদের দৃষ্টিগোচর হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা যৌথ অভিযান পরিচালনা করেছি। ভিক্টর ভিলেজ লিমিটেড নামক প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা সন্তোষ জনক না হওয়ায় রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদের নেতৃত্বে বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ অনুযায়ী ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন, এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসার, মোঃ খোকন উজ্জামান, রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ এবং গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

মোবাইল কোর্ট পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষার্থে সহায়তা প্রদান করে রাজবাড়ী পুলিশ লাইন্স ও গোয়ালন্দ থানার একদল পুলিশ সদস্য।  পরিবেশের জন্য ক্ষতিকর এরুপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি । ”

উল্লেখ্য, গত ৮ মে উজানচর ইউনিয়নের মইজউদ্দিন মন্ডল পাড়া এলাকার বাসিন্দারা ভিক্টর ভিলেজ নামের ওই হ্যাচারির বিরুদ্ধে পরিবেশ দূষণ, আবাদী জমি ধ্বংস,বসতভিটা দখলের অভিযোগ করা হয়। তারা গণস্বাক্ষর করে লিখিত অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তার কাছে দেন। অভিযোগের অনুলিপিটি ৩০টি দপ্তরে প্রেরণ করা হয়। ‘

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here