উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিডব্লিউবি এর ২০২৩-২৪ অর্থ বছরে মাসে ৩০ কেজি হারে প্রতি কার্ডে উপকার ভোগীদের মাঝে খাদ্য শস্য ও সঞ্চয় হিসেবে পাঁচ মাসের চাউল বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ মে) বেলা ১১ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ১ শত ৬০ জন উপকার ভোগীদের মাঝে এই চাউল বিতরণ করা হয়।
ভিডব্লিউবি এর চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন – উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. সজিব হোসেন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সরকার, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান, ট্যাগ অফিসার সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোদাচ্ছের হোসেন, অত্র ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াজেদ আলী ডাবলু সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।