Saturday, May 24, 2025

সড়ক দূর্ঘটনায় এক রাজমিস্ত্রী নিহত

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে তুরাব স্টোরের সামনে সড়ক দুর্ঘটনায় এক রাজমিস্ত্রী নিহত হয়েছে । বুধবার (২১ মে) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় – নিহত রাজমিস্ত্রীর নাম লোকমান হোসেন (৫০) তিনি হাবাসপুর মাঠপাড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, রাজমিস্ত্রী লোকমান হোসেন তুরাব স্টোরের পাশে একটি বাড়িতে নির্মাণ কাজ করছিলেন।

দুপুরে খাবারের জন্য তুরাব স্টোর থেকে কিছু খাবার কিনে রাস্তা পার হওয়ার সময় একটি ডিসকভারি মোটরসাইকেল এর সাথে সংঘর্ষ হয়। এবং ঘটনা স্থলে তিনি মারা যান। ডিসকভারি মোটরসাইকেলে থাকা তিন জনের মধ্যে একজন আহত হয়েছেন অপর দুইজন সংখ্যামুক্ত বলে জানা যায়। রাজমিস্ত্রী লোকমান হোসেন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। স্ত্রী ও দুই সন্তান নিয়ে পরিবার চালাতেন তিনি। তার এই নির্মম মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী ও বাকরুদ্ধ এই ঘটনায়।

এবিষয়ে পাংশা মডেল থানার ওসি তদন্ত মো. রাশেদুল ইসলাম বলেন- আমরা ঘটনা স্থল থেকে লাশ থানায় নিয়ে এসেছি লাশটি রাজবাড়ী মর্গে পাঠানো হবে। তবে মোটরসাইকেল চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here