Friday, July 4, 2025

মোটরসাইকেল মেরামতের আড়ালে চলছিলো চোরাই মোটরাসিকেলের ব্যাবসা

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে । এ সময় সুকচাঁদ বিশ্বাস(৩৬) নামে একজন কে গ্রেফতার করা হয়েছে।

১১জুন (বুধবার) রাতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ১০জুন রাত পৌনে ১০টার দিকে বালিয়াকান্দি থানার এসআই আশিকুর রহমান বালিয়াকান্দি থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, বালিয়াকান্দি থানাধীন জংগল ইউনিয়নের জংগল গ্রামস্থ সুকচাঁদ বিশ্বাস(৩৬), পিতা-নারায়ন চন্দ্র বিশ্বাস মাতাঃ ভারতী রানী বিশ্বাস, সাং-জংগল, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী এর বসত বাড়িতে ২/৩ জন লোকজন চোরাই মটরসাইকেল কেনা-বেচা করিতেছে। বিষয়টি অফিসার ইনচার্জ সাহেবকে মোবাইল ফোনে অবহিত করে বাদী ডিউটি অফিসারের দায়িত্ব এসআই(নিঃ)/ অমল কুমার বিশ্বাস এর উপর অর্পন করিয়া এসআই/আশিকুর রহমান উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাদী বালিয়াকান্দি থানাধীন জংগল ইউনিয়নের জংগল গ্রামস্থ সুকচাঁদ বিশ্বাস(৩৬), পিতা-নারায়ন চন্দ্র বিশ্বাস মাতাঃ ভারতী রানী বিশ্বাস, সাং-জংগল, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী এর বসত বাড়িতে পৌছানো মাত্র বাদীর উপস্থিতি টের পাইয়া আসামী সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীরা পালানের চেষ্টা করে, পলায়নের চেষ্টা কালে কৌশলে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামীর ১। সুকচাঁদ বিশ্বাস(৩৬), পিতা- নারায়ন চন্দ্র বিশ্বাস, মাতা: ভারতী রানী বিশ্বাস, সাং- জংগল, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করে। ঘটনাস্থলে গ্রেফতারকৃত আসামী ও সাক্ষীদের দেখানো মতে আসামীর বসত বাড়ি হইতে ইং-১০/০৬/২৫ তারিখ রাত অনুমান ২৩.৪৫ ঘটিকার সময় বর্ণিত আলামত উদ্ধার ও জব্দ করে এবং তার নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং সে আরোও স্বীকার করে যে, গ্রেফতারকৃত আসামী সুকচাঁদ বিশ্বাস সহ পলাতক আসামীরা চোরাই মোটর সাইকেল কেনাবেচার সহিত দীর্ঘদিন যাবত জড়িত এবং স্থানীয় তদন্তে জানা যায় যে, আসামী সুকচাঁদ বিশ্বাস (৩৬), একজন মটর সাইকেল মেকানিক সে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন জেলার চোরদের সাথে পরস্পর যোগসাজগে বিভিন্ন এলাকা হতে মটর সাইকেল চুরি করাইয়া তাহারা নিজ হেফাজতে রাখিয়া অন্যত্রে বিক্রি করিয়া আসিতেছে। পরবর্তীতে বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বালিয়াকান্দি থানার মামলা নং-০৫, তারিখ-১১/০৬/২০২৫ ইং, ধারা- ৪১৩ পেনাল কোড রুজু করা হয় ।

উল্লেখ্য, মটোলক নামে একটি প্রতিষ্ঠান মোটরসাইকেল নিরাপত্তার জন্য একটি ডিভাইস বিক্রি করেন। মুন্সিগঞ্জ থেকে হারানো জিক্সার মোটরসাইকেলে সে ডিভাইস টি লাগানো ছিলো । হারানো সেই মোটর সাইকেল খুঁজতে বালিয়াকান্দি থানা পুলিশের সহায়তায় আসামী সুকচাঁদ বিশ্বাসের দখল থেকে সেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয় । এ সময় তার দখল থেকে আরোও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটোলক এর ফেসবুক লাইভে ভিডিওটি হাজার হাজার মানুষ দেখেন আর কমেন্ট করেন ।

> ভিডিও লিংকঃ https://www.facebook.com/share/v/16YN8WUsTv/

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here