স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ২১০ পিস ইয়াবা সহ মোঃ কোমর জমাদ্দর(৪২) ও মোঃ আশিক কাজী (২০) কে গ্রেপ্তার করা হয়েছে ।
গ্রেপ্তার মোঃ কোমর জমাদ্দর(৪২) জেলার গোয়ালন্দ উপজেলার জৈনুদ্দিন সরদার পাড়ার মৃত জয়নাল জমাদ্দারের ছেলে ও মোঃ আশিক কাজী (২০) শাহের মন্ডল পাড়া’র বাবু কাজীর ছেলে ।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম জানান, ১জুলাই রাত পৌনে ১০টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন সাহাজুদ্দিন মাতুব্বর পাড়া এলাকা থেকে দুইজন কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতাকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।