Monday, December 23, 2024

পাংশা থানা পুলিশের অভিযানে একটি ওয়ান শুটার ও রামদা সহ দুইজন গ্রেফতার 

  • রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে দেশিয় তৈরী একটি ওয়ান শুটার ও একটি রামদা সহ দুইজন কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক দুইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলোঃ পাংশা থানার পুইজোর এলাকার মোঃ মোতালেব মণ্ডলের ছেলে মোঃ ইসলাম মণ্ডল(৩৫) ও একই এলাকার মৃত ,আবুল হোসেন মিয়ার ছেলে মোঃ হামিদুর মিয়া (৪০)।

পাংশা মডেল থানার ওসি মসুদুর রহমান জানান, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে । মঙ্গলবার দিন গত রাতে দুইটার দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজতে থাকা একটি দেশীয় তৈরী ওয়ান শুটার ও রামদা সহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানায়  ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (a) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here