Thursday, July 17, 2025

রাজবাড়ীতে হোটেল গরীবে নেওয়াজ ও মেসার্স এস এম ফার্মেসী কে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হোটেল গরীবে নেওয়াজ ও মেসার্স এস এম ফার্মেসী কে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে যথাক্রমে; ০২ (দুই) টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

১. মেসার্স এস এম ফার্মেসী (বেড়াডাঙ্গা, সদর উপজেলা, রাজবাড়ী) জরিমানা: ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (পণ্যের মোড়কজাতকরণ বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন না করা এবং প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধ)।

২. হোটেল গরীবে নেওয়াজ (পুলিশ লাইন্স নতুন বাজার, সদর উপজেলা, রাজবাড়ী) জরিমানা: ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষন করার অপরাধ)।

জেলা প্রশাসন রাজবাড়ী ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় এবং জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রাজবাড়ী ও পুলিশ লাইন্স রাজবাড়ী এর সদস‌্যবৃন্দ- এর অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ”

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here