Thursday, September 19, 2024

প্রশিক্ষিত দুঃস্থ ও অসহায় ৬২ মহিলাকে সেলাই মেশিন প্রদান

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রশিক্ষিত দুঃস্থ ও অসহায় ৬২জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে এ সেলাই মেশিন তুলেদেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাইকা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ও ৪ জন ভুমিহীনসহ দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে ৬২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমরা দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ সেলাই মেশিন বিতরণ করছি। কেউ সেলাই মেশিন বিক্রি করতে পারবেন না। আমরা নিয়মিত তদারকি করবো। এ সেলাই মেশিনকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাড়াবেন বলে আশা রাখি।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, আপনাদের আগে প্রশিক্ষণ প্রদান করার পর এ সেলাই মেশিন প্রদান করছি। কেউ সেলাই মেশিন হস্তান্তর বা বিক্রি করবেন না। প্রতিটি সেলাই মেশিনে ৪ বছরের ওয়ারেন্টি রয়েছে। কাজের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবেন বলে আশা রাখি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here