যানবাহন সহ পদ্মায় ডুবে গেছে ফেরী শাহ আমানত।সকাল নয়টার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরি শাহ আমানত সতেরটি ট্রাক, কয়েকটি ছোট গাড়ি এবং কয়েকটি মোটর সাইকেল পৌনে দশটায় পাটুরিয়া ঘাটে এসে পৌছায় এবং এরপর ফেরি থেকে দুইতিনটি যানবাহন নামার পরেই হঠাৎ করে ফরিটি উল্টে আস্তে আস্তে ডুবে যায়।
বুধবার (২৭ অক্টেবর) সকাল পৌনে দশটার দিকে এই ঘটনা ঘটে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া প্রান্তে সাথে সাথে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে নিয়োজিত আছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো হতাহতের খবর পাওয়া যায় নি। তবে উদ্ধার কাজ চলছে।
এ সময় রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী অন্য ফেরিতে ছিলেন তিনিও তারাতাড়ি ঘটনা স্থলে এসে হতাহতের খবর নেন এবং অগ্রগতি দেখেন। তিনি বলেন এ সময় আমি অন্য একটা ফেরিতে ছিলাম আমি নিজের চোখের সামনেই ফেরিটি ডুবে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে পৌঁছে নোঙ্গর করে ফেরিটি। কয়েকটি গাড়ি নামার পর হঠাৎ একপাশে কাত হয়ে রায় নৌযানটি। পানি উঠতে থাকায় হুড়োহুড়ি করে নেমে যান ফেরিতে থাকা যাত্রী ও চালকরা। তবে সবগুলো গাড়ি নামতে না পারায় ১৭টি ট্রাক, কিছু ছোট গাড়ি ও মোটর সাইকেল নিয়ে নিমজ্জিত হয় ফেরিটি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা শাখার উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন , তলা ফেটে হয়তো নৌযানটি ডুবে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কোনো ধরনের হতাহতের খবর জানা যায়নি।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এটি নোঙর করে ফেরিটি। এরপর ফেরি থেকে ২-৩ তিনটি যানবাহন নামার পরই ফেরিটি ডুবে যায়। ফেরিতে ১৭ ট্রাক, মোটরসাইকেল ও কয়েকটি ছোট যান ছিল।