Thursday, January 9, 2025

বিজয় শোভাযাত্রা উপলক্ষে বিএমএসএফ শাখা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

পহেলা ডিসেম্বর বিজয় শোভাযাত্রা উপলক্ষে বিএমএসএফ’র জেলা-উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর রাত ৮টায় শুরু হয়ে সাড়ে ১০টায় সম্পন্ন হয়। অনুষ্ঠিত ভার্চুয়াল এ সভায় শাখাসমুহের সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ অংশগ্রহন করেন।
বিএমএসএফ প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনি: সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন।
সভায় সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহন করে মতামত প্রদান করেন। আগামি ৭ নভেম্বর রাত ৮টায় জেলা-উপজেলা নেতৃবৃন্দের সাথে পুন:সভা অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের মাস উপলক্ষে এবছর পহেলা ডিসেম্বর ৫ম বারের মত বিজয় শোভাযাত্রা উদযাপিত হবে। তিনদিন ব্যাপী নানা আয়োজনে বিএমএমএফ’র সকল শাখাসমুহের অংশগ্রহনে মিলন মেলায় পরিণত হবে বলে আয়োজক সংগঠন আশা করে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here