- রাজবাড়ীর বালিয়কান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে ভুমিহীনদের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের দাবিতে রবিবার সকালে ভুক্তভোগী ভুমিহীনরা রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করেছেন।
স্বারকলিপিতে ভূমিহীনরা দাবি করেন যে, উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে গড়াই নদী জেগে উঠা চরের সাড়ে ৯ একর জমি ৩৮ জন ভুমিহীন দলিল মূলে ২০১০ সালে রাজবাড়ীর জেলা প্রশাসন থেকে বন্দোবস্ত নেন। এরপর থেকে প্রতি বছর শুকনা মৌসুমে ভূমিহীন হিসেবে চাষাবাদ করে আসছেন। এ বছর চর জেগে উঠার পর এলাকার প্রভাবশালী শাহাদত মন্ডল ও খোরসেদ মন্ডল সহ তাদের অন্যান্য সহযোগীরা জোর পূর্বক ৩৮ জন ভূমিহীনদের সাড়ে ৯ একর জমি জোর পূর্বক দখল করে নিয়েছেন।
ভূমিহীনরা স্বারকলিপিতে আরো উল্লেখ করেন যে, শাহাদত মন্ডল গংরা এলাকার প্রভাবশালী হওয়াতে তাদের বিরুদ্ধে কেউ সত্য কথা বলতে সাহস পায় না।