রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি নদীরপাড়ে বাড়ীতে ছাগল পালনের মাধ্যমে কর্মসংস্থান প্রকল্পে ছাগল বিতরণ করা হয়েছে।
১০ ই নভেম্বুবর(ধবার) বিকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এ্যাসেডের বাস্তবায়নে ৩টি ইউনিয়নের ৭টি গ্রামের বিধবা, প্রতিবন্ধী, ভিক্ষুক ও দুঃস্থ পরিবারের ২২ জন উপকার ভোগীকে দুটি করে ছাগল প্রদান করা হয়। আনুষ্ঠানিকভাবে ছাগল তুলেদেন, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, এ্যাসেডের চেয়ারম্যান মোঃ আশরাফ আলী, কঠুরাকান্দি-করচাডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকলী রানী কর ও এ্যাসেডের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, এ্যাসেডের নির্বাহী পরিচালক মোঃ শাহজাহান সিদ্দিক।
এরআগেও এ্যাসেডের উদ্যোগে এলাকার গরীব, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা নারীদের আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানা ধরণের উপকরণ দিয়ে সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে।