- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক মাস ধরে নিখোঁজ এনজিও কর্মী লিলি বেগমের সন্ধানের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১ ডিসেম্বর) বেলা ১১ টার হতে ১২ টা পর্যন্ত মুক্তিমহিলা সংস্থা (এমএমএস) এর আয়োজনে মুক্তিমহিলা অফিস সংলগ্ন রেললাইনে পাশে সকল এনজিও কর্মীসহ দলমত নির্বিশেষে স্থানীয় তিনশত লোকের উপস্থিতে ঘন্টা ব্যাপী এই মানব বন্ধনপালিত হয়।
এ সময় বেসরকারি সংস্থা মুক্তিমহিলা সমিতি (এমএমএস) এর নিবার্হী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে আলো সংস্থা প্রাগ্রমের প্রশিক্ষক নুরুজ্জামানের সঞ্চচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আ.রহমান মন্ডল, বেসরকারি পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান, কে কে এস কর্মজীবি সংস্থার বাস্তবায়ন অফিসার আমজাদ হোসেন ফকির,মুক্তিমহিলা সমিতির প্রাগ্রাম ডিরেক্টর মো. আতাউর রহমান মুন্জু, সেক্রাওয়ার্কার সংস্থার কোষাধ্যক্ষ ফরিদা বেগম,আলো সংস্থার কোংঅডিনেট আখি আক্তার, আলামিন বেপারী, মুরাদ, রুমা, কুমলি প্রমুখ। মুক্তিমহিলা সমিতির নিবার্হী পরিচালক মর্জিনা বেগম বলেন, লিলি আপার তার ভালবাসার মানুষ লতিফের বাড়ীতে দাওয়াত খেতে গিয়ে নিখোঁজ হওয়ার পর তার একটি সাধারন ডাইরি করেন তার ভাগনে। এক মাস অতিক্রম হয়ে গেলো তার কোন সন্ধান পাচ্ছি না।এমতাবস্থায় নিখোঁজ এনজিও কর্মী লিলি বেগমের দ্রুত সন্ধানের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আমার অনুরোধ রইলো।