পদ্মা নদীর মোহনায় জেলের জালে আটকা পড়লো বিলুপ্তি হওয়া ৪ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল একটি ড্রাই মাছ। মাছটি ১৪ হাজার ৪’শ টাকায় বিক্রি হয়েছে।
বৃহপ্রতিবার (১৫ জুলাই) সকালে ফরিদপুর জেলার চরভদ্রসন এলাকার জেলে বাদশা হলদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে বাদশা সকাল ৭ দিকে নৌকায় করে মাছটি দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে নিয়ে আসলে ওপেন ডাকের মাধ্যমে নৌকা থেকে মাছটি ৩ হাজার টাকা কেজি দরে কিনে নেয় স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান। দেশ থেকে বিলুপ্তি পথে ড্রাই মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। পরে মাছটি ৩২ ‘শ টাকা কেজি দরে ঢাকার একগাড়ী ব্যবসায়ীর নিকট ১৪ হাজার ৪’শ টাকায় মাছটি বিক্রি করেন।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজান দৈনিক ইনকিলাব কে বলেন, এই ড্রাই মাছটি দেশ থেকে হারিয়ে যাচ্ছে । নদীতে সব সময়এই মাছ পাওয়া যায় না তা ছাড়া এ মাছের অনেক দাম ও সুস্বাধু। অনেক দিন পর এই মাছটি পেয়েছি। ঢাকার এক ব্যবসায়ীর নিকট মাছ বিক্রি করে দিয়েছি।