Thursday, November 21, 2024

দৌলতদিয়া ঘাটে নেই যানবাহনের চাপ

করোনার ঊধর্বমুখী সংক্রমণের কারণে দক্ষিণ বঙ্গের প্রবেশ দ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নেই তেমন যানবাহনের দীর্ঘ চাপ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাট এলাকায় নেই তেমন যাত্রী ও যানবাহনের চাপ।
কয়েক দিন যাবৎ যানবাহনের চাপ থাকলেও আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাট এলাকায় দেখা যায়নি যানবাহনের দীর্ঘ সাড়ি। ব্যাক্তিগত ছোট গাড়ি ও মাঝে মধ্যে দুই একটি পরিবহন নিয়েই ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ফেরি।

মাইক্রোবাস চালক সিরাজ শেখ বলেন, দৌলতদিয়া আসলে এক থেকে দুই ঘন্টা লাগতো ফেরিতে উঠতে। আজ ভোগান্তি ছাড়াই দ্রুত ফেরিতে উঠতে পারলাম। ফেরি ঘাট বারো মাস এরকম ফাঁকা থাকলে ভাল লাগতো।
স্যার কে নিয়ে বৃহপ্রতিবার রাতে মাগুরায় গিয়ে ছিলাম। আবার স্যারকে নিয়ে আজ ঢাকা যাচ্ছি।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো.শিহাবউদ্দিন বলেন, আজ ভোর থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় নেই তেমন যাত্রী ও যানবাহন দীর্ঘ চাপ। তার পরও ঘাটে রো রো বড় ফেরি ১০ টি আর ইউটিলিটি ছোট ফেরি ৬ টি মোট ছোট বড় ১৬ টি ফেরি এই নৌরুটে চলাচল করছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here