- নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)’র পৃথক অভিযানে তিন শত গ্রাম করে মোট ছয়শত গ্রাম গাজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার দুই মাদক কারবারি হলোঃ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউপি’র লক্ষীকোল গ্রামের মৃত আবেদ সরদারের ছেলে তোরাই সরদার(৪৩)কে সদর থানাধীন চর নারায়ণপুর সাকিনে চর নারায়নপুর মোড়ে জনৈক মোঃ ছুরাব শেখ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনশত গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয় । একই দিনে গোয়ালন্দঘাট থানাধীন ওমর আলী মোল্লা পাড়া সাকিনে জনৈক মোঃ কাশেম মন্ডল এর বাড়ী পূর্ব পাশ্বে পাকা রাস্তার উপর থেকে রাত সাড়ে ৭ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ওমর আলী মোল্লাপাড়া এলাকা থেকে মৃত মোকছেদ মৃধার ছেলে মোঃ মোয়াজ্জেম মৃধা(৩৯)কে তিনশত গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়।
রাজবাড়ী ডিবি’সূত্রে জানাগেছে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মিলন চন্দ্র বর্মন ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযানে আসামীদের গ্রেফতার করে । গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।