মোজাম্মেলহক ,গোয়ালন্দঃ ব্রেইন স্ট্রোক করে গুরুতর অসুস্থ্য অবস্থায় ভারতের দিল্লীতে চিকিৎসাধীন রয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলীর (৬৩)। তার সুস্হ্যতা কামনায় তার জানের সাদকায় গোয়ালন্দে বুধবার একটি পশু (খাসি) কোরবানি দেয়া হয়েছে। পরে সে মাংস রান্না করে মাদ্রাসার শিশুদের দুপুরের আহারের ব্যবস্থা করা হয়।
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন বুধবার (২৩ ফেব্রুয়ারি)বাদ জোহর গোয়ালন্দ আল-জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসায় এ আয়োজনটি করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক টিটন সরদার, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জল হোসেন, মাদ্রাসার সুপার, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, কাজী ইরাদত আলী গত ১৮ই ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দার নিজ বাড়ীতে ব্রেইন স্ট্রোক করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত
উদ্ধার করে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।সেখানে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ২১শে ফেব্রুয়ারী সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের দিল্লীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তার সুস্থ্যতা কামনায় পরিবার ও দলের পক্ষ হতে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে