Sunday, December 22, 2024

কীভাবে লোকে সাকিবকে নিয়ে প্রশ্ন তোলার সাহস পায় : মুশফিক 

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও এক বছরের বেশি সময় ধরে তার অল-রাউন্ড রূপটা ফুটে উঠছিল না। গত পরশু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৯ রানে আউট হলেও বল হাতে ৫ উইকেট নিয়ে তা পুষিয়ে দেন। তার ঘূর্ণিতেই দল হেসেখেলে বিশাল জয় পায়। আজ দ্বিতীয় ম্যাচে প্রেক্ষাপট ছিল ভিন্ন। ৭ উইকেট হারিয়ে প্রায় হারতে বসা দলকে জিতিয়েছেন সাকিব। নিজে অপরাজিত থেকেছেন ৯৬* রানে। যে কারণে বাংলাদেশের সিরিজ জয়ের চেয়েও আলোচনায় চলে এসেছে সাকিবের এমন ক্ল্যাসিক ইনিংস।

টাইগারদের জয়ের সাথে সাথে ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসা মুশফিকুর রহিম নিজের ভেরিফায়েড ফেসবুক পোষ্টে  লিখেন, ‘ আলহামদুলিল্লাহ এবং এই সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি আমার সতীর্থদের।’ এরপরেই মুশফিক লিখেছেন সেই আপ্তবাক্য ‘ফর্ম ইজ টেম্পরারি বাট ক্লাস ইজ পার্মান্যান্ট।’ বাক্যটা যে সাকিবকে নিয়েই লেখা তার প্রমাণ পরের কথাগুলোয়, ‘আমি বুঝতে পারি না, সামান্য কয়েকবার ব্যর্থ হলেই লোকে সাকিবকে নিয়ে প্রশ্ন তোলার সাহস কীভাবে পায়! সে একজন কিংবদন্তি এবং সে চিরকালই বাংলদেশের লিজেন্ড হয়েই থাকবে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here