Sunday, November 24, 2024

দৌলতদিয়া মহাসড়কে ট্রাকের দীর্ঘ সারি 

  • বিশেষ প্রতিনিধিঃ দেশের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত ব্যাস্ততম নৌরুট রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে গত কয়েকদিন যাবত । ঘণ্টার পর ঘণ্টা নদী পারাপারের অপেক্ষায় রয়েছে এসব পণ্যবাহী ট্রাক। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন চালকরা।

শনিবার ( ৫ মার্চ) সকালে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এর মধ্যে পণ্যবাহি ট্রাকের সংখ্যাই বেশি। এদিকে যাত্রীবাহি যানবাহন ও পচনশীল পণ্যবাহি ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহি ট্রাকগুলোকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক নদী পাড়ের অপেক্ষা করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব জানান, ঘাটে ছোট গাড়ি ও যাত্রীবাহী যানবাহন পরাপার চলমান রয়েছে। তবে কিছু পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। যা দ্রুত কমে আসবে।
এ রুটে বর্তমানে ১৯টি ফেরি চলাচল করছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here