মোজাম্মেলহক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মন্ডল হ্যাচারীজ থেকে উদ্ধার করা হলো বিশাল এক গোখরা সাপ।
শুক্রবার( ০১ এপ্রিল) সন্ধা সাড়ে ৬ টার দিকে মন্ডল হ্যাচারীজ এর সেপ্টি ট্যাং এর ৩০ ফিট গভীর থেকে গোখরা সাপটি সুস্থ্য আবস্থায় উদ্বার করা হয়।
জানাগেছে, কয়েক দিন আগে মন্ডল হ্যাচারীজের মালিক পক্ষ সাপটি দেখার পর ৯৯৯ নাইনে ফোন দিলে তারা বন বিভাগের মোবাইল নাম্বার টি দিয়ে দেয় তার পর বন বিভাগের কর্মকতাদের কথা বলার পর বন বিভাগের কর্মকতারা রাজবাড়ী সাপের খামারের প্রধান উদ্যোগতার মোবাইল নাম্বার টা দিয়ে যোগাযোগ করতে বলে। রন্জু মল্লিককে ফোন দিলে সেই নিজে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে সুস্থ্য আবস্থায় সাপটি উদ্বার করে তার নিজ খামারে নিয়ে যায়। সেখান থেকে সাপটি চিটাগাং মেডিকেল কলেজে ভি আর সিতে গবেষণার জন্য পাঠানো হবে।