Sunday, November 24, 2024

পাঁচ অসহায় পরিবার পেলো পুলিশের দেওয়া ঘর

রাজবাড়ী প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ৪২০ টি গৃহ হস্তান্তর এর শুভ উদ্ভোধন করা হয়। রবিবার সকালে অনলাইনে যুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন।

এরই অংশ হিসেবে রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিল শেডে পাঁচ থানার পাঁচটি পরিবারের মধ্যে পুলিশের দেওয়া ঘরের দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী -১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আঃজব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃসালাউদ্দিন আহমেদ,ডিডি এন এস আই মোঃ শরীফুল ইসলাম,  সদর  উপজেলা চেয়ারম্যান এড.ইমদাদুল হক বিশ্বাস সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে ঘর প্রাপ্তরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বাঘিয়া গ্রামের স্বামী পরিত্যাক্ত মোছাঃ কোহীনুর(৪৫), গোয়ালন্দ উপজেলার দাসপট্রি এলাকার স্বামী পরিত্যাক্ত মোসাঃ আরজু বেগম(৭০), বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাওনারা গ্রামের স্বামী পরিত্যাক্ত এতিফোন বেগম(৫০), কালুখালি উপজেলার মলিয়াট গ্রামের অসহায় মোছাঃসালেহা বেগম(৫৭), পাংশা উপজেলার মৌরাটের বাজেয়াপ্ত মালঞ্চী এলাকার কর্মক্ষম মোঃ কোরবান শেখ(৭২)।

বাংলাদেশ পুলিশে দেওয়া ঘর পেয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here