Friday, May 3, 2024

বাংলাদেশ পুলিশের সার্ভিস ডেক্স ও গৃহ হস্তান্তর উদ্বোধনে ভার্চুয়ালী অংশ নিলেন পাংশা থানা

উজ্জল হোসেন, পাংশা (রাজবাড়ী) : মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর শুভ উদ্বোধন উপলক্ষে রবিবার (১০ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহন করেন পাংশা মডেল থানা পুলিশ।

পাংশা মডেল থানার আয়োজনে এ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী-২, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, সহকারি কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন।

থানা কম্পাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ওহাব মন্ডল, সাবেক সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা মডেল থানার (ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সজীব হোসেন, বাবুপাড়া ইউপি চেয়ারম্যান ইমান আলী, পাট্টা ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা প্রমূখ। এছাড়াও পাংশা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, পুলিশ ও শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাংশার মৌরাট ইউপির পিপুলবাড়িয়া গ্রামের কুরবান আলী শেখ এর কাছে বাংলাদেশ পুলিশের দেওয়া ঘর হস্তান্তর করেন সাংসদ সদস্য জিল্লুল হাকিম।

বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর অনলাইনে যুক্ত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী দেশের বিভিন্নস্থানের সুবিধাভুগিদের অনুভূতি শোনেন এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলার অফিসারদের সাথে কথা বলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here