Thursday, January 23, 2025

আমাদের মাঝে ভেদাভেদ করে অনেকেই অবৈধ সুবিধা নিচ্ছেন – হক

রাজবাড়ী প্রতিনিধিঃ দৈ‌নিক জনতার আদাল‌ত প‌ত্রিকার সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক নূ‌রে আলম সি‌দ্দিকী হক ব‌লে‌ছেন, আমাদের মাঝে ভেদাভেদ করে এ জেলায় অনেকেই কিন্তু সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছেন। এ জেলায় সাংবাদিকদের অনেক সংগঠন। আমাদের ছোট্র রাজবাড়ী জেলায় অনেক গুনি সাংবাদিক রয়েছেন। আমি চাই সকল ভেদাভেদ ভুলে এক প্লাটফর্মে আমরা সবাই আসি। আজকেই শুধু নয় প্রয়োজনে আরো দশবার পোগ্রাম করবো ,আমি চাই সবাই ভেদাভেদ ভূলে একই পতাকাতলে আসি। আমরা যদি এক থাকি আমার বিশ্বাস এ জেলা থেকে কেউ কোন অবৈধ সুযোগ-সুবিধা নিতে পারবেন না। আমরা যদি এক থাকি আমরা আমাদের কলেম দিয়ে লেখার মাধ্যমে রাজবাড়ীর চিত্র আমরা পালটে দিতে পারি। আপনাদের লিখনির মাধ্যমে সৃষ্টিশীল রাজবাড়ীকে দেখতে চাই,গঠনমূলক রাজবাড়ীকে দেখতে চাই। গঠনমূলক রাজবাড়ীকে দেখতে চাই ,আগামীর রাজবাড়ীকে দেখতে চাই।

আজকে ইফতারে শুধু সাংবাদিকদেরকেই ডেকেছি। এজন্যই সবাইকে ডেকেছি যেন আমরা একই পতাকাতলে একই আদর্শে মিলিত হতে পারি। আমাদের একটা ভাই যখন লিখনির মাধ্যমে বিপদে পরে তখন অন্য সাংবাদিক পাশে থাকেনা। তাই সকলে একই পতাকাতলে আসলে আমরা আরো শক্তিশালী হবো। তাই আসুন ভেদাভেদ ভূলে আমরা একই পতাকাতলে মিলিত হই।

বুধবার (২৭শে এপ্রিল) রাজবাড়ী অফিসার্স ক্লা‌বে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মি‌ডিয়ায় কর্মরত সাংবা‌দিক‌দের সম্মা‌নে ইফতার ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠা‌নে রাজবাড়ীর স্থানীয় দৈ‌নিক জনতার আদাল‌ত প‌ত্রিকা আ‌য়ো‌জিত ইফতার ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠা‌নে নূ‌রে আলম সি‌দ্দিকী হক এসব কথা ব‌লেন।

তি‌নি আরও ব‌লেন, সাংবা‌দিক‌দের লেখ‌নির মাধ‌্যমে অনেক সমস‌্যার সমাধান হয়। যার কার‌ণে আজও অসহায় মানুষ বিপ‌দে পড়‌লে সাংবা‌দি‌কদের কা‌ছে আসে।

এ সময় অন্যন্যদের মধ্যে অনুষ্ঠানে আরো উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী জেলা বা‌র এ‌সো‌সি‌য়েশ‌নের সাধারন সম্পাদক বিজন বোস, রাজবাড়ী প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি এম ম‌নিরুজ্জামান, কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হো‌সেন, জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি ক‌রিম ইছাক, সাধারন সম্পাদক স‌মিত্র শীল চন্দন,  রাজবাড়ী ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি এস এম রিয়াজুল করিম,সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, জেলা রি‌পোটার্স ক্লা‌বের সভাপ‌তি লিটন চক্রবর্তী, সাধারন সম্পাদক এজাজ আহ‌ম্মেদ, সাংবা‌দিক আবুল কালাম আজাদ, সা‌বেক জেলা শিক্ষা অ‌ফিসার সৈয়দ সি‌দ্দিকুর রহমান, জেলা কৃষক লী‌গের আহ্বায়ক আবু বক্কর খানসহ জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ের প্রিন্ট ও ই‌লেকট্রনিক মি‌ডিয়ার সাংবা‌দিকরা।

আলোচনা অনুষ্ঠানের পর দেশ ও জাতীর কল্যানে ও প্রয়াত সাংবাদিক ও অসুস্থ্য সাংবাদিকদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here