মোজাম্মেলহক, গোয়ালন্দঃ পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে ছালাম প্রামাণিক জাল ফেলে বিশাল এক পাঙাশ মাছ ধরে। মাছটির ওজন ২০ কেজি। মাছটি বিক্রি করেন২৫ হাজার টাকায়।
মঙ্গবার( ২৪ মে) ভোর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে বিশাল এক পাঙাশ মাছ শিকার করেন ছামাল হলদার। সকালে মাছটি দৌলতদিয়া বাই পাস সড়কের পাশে অবস্থিত রওসনের মৎস্য আড়ৎতে নিয়ে আসলে উন্মুক্ত ডাকের মাধ্যমে ১২ শত ৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয় স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজান শেখ।
পরে মাছটি ১৩ শত টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর নিকট মাছটি বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, বর্তমানে পদ্মা ও যমুনায় পানি কমতে থাকায় এখন প্রায়ই জেলেদের জালে বড় বড় বিভিন্ন প্রজাপতির সুস্বাদু মাছ ধরা পড়ছে।