নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীতে বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোঃ রহিম গাজী নামে নচিমন চালক নিহত হয়েছে। নিহত নসিমন চালক নিহত মোঃ রহিম গাজী (৩৫) বেথুলিয়া গ্রামের হারুণ গাজীর ছেলে। সোমবার (২০শে জুন) বিকেল পৌনে পাচ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকার বেথুলিয়া মুন্সিবাড়ি ঈদগাহ মোড়ে ধাওয়াপাড়া থেকে আসা একটি বালুবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সঙ্ঘর্ষ হয়।
এ সময় নসিমনের ড্রাইভার নিহত হয়। ট্রাক চালক পালিয়ে যায়, ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট ১৩-২১১৮ )কে থানায় জব্দ করা হয়েছে।
জানাগেছে, এক ছেলে(১০) ও এক মেয়ের(৭) জনক মোঃ রহিম গাজী কাজ শেষ করে বাড়ীতে খাবার খেতে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে আসা একটি বালু বাহী ট্রাক মুখোমুখি সঙ্ঘর্ষ হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন। ময়না তদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন বালুর ট্রাকা গ্রামের রাস্তা দিয়ে অত্যাধিক গতিতে চলাচল করে, সাধারণ মানুষের চলাচল খুব বিপদ জনক। তাই গ্রামের এ রাস্তা দিয়ে নসিমন ,বালির ট্রাক চলাচল বন্ধে প্রশাসনের পদক্ষেপ নেওয়া দরকার।