নিজস্ব প্রতিনিধিঃ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে রাজবাড়ীতে বিভিন্ন আয়োজন গ্রহন করা হয়েছে। সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন প্রদর্শন করা হয়। পদ্মা সেতু প্রান্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। রাজবাড়ীতে বিটিভি’র সৌজন্যে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি বড় পর্দায় প্রদর্ষন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান,পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান,সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন সহ বিভিন্ন সরকারি দফতরের দফতর প্রদানগন ও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও অভিবাবক এবং জনসাধারণ।
এ সময় অসংখ্য লোকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের শেষে রাজবাড়ীতেও বেলুন,সাদা পায়রা উড়িয়ে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান করা হয়। পরে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে একটি ভর্নাঢ্য র্যালী বের করা হয়। ব্র্যান্ড পার্টি সহ র্যালী আবার রাজবাড়ী পুলিশ লাইন্সে ফিরে আসে। এ সময় পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন সমাবেশ সরাসরি প্রদর্শন করা হয়।
বিকেলে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় ও বাইরের শিল্পীদের গানে মুখোরিত ছিলো শহর।
পরে রাতে বর্নীল আতশবাজি ফুটিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে রাজবাড়ীর বিভিন্ন দফতরের লালনীল বাতি প্রজ্জলিত করা হয়।