নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ীতে ২০ হাজার গ্রাহকের প্রায় ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজারের মালিক জাবিউল্লাহ খান জাবেরকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী ভোক্তা সংরক্ষন অধিদফতর ওই প্রতিষ্ঠান বন্ধ করে দেবার দীর্ঘ ১০ মাসেও গ্রাহকরা বিনিয়োগকৃত অর্থ ফেরত পায়নি। বিনিয়োগকৃত অর্থ ফেরতের না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রতারিত গ্রাহকরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পর থেকে রাজবাড়ী জেকা বাজারের মূল মালিক জাবিউল্লাহ খান জাবের ছিলো আত্মগোপনে।
দীর্ঘ ১০ মাস পর রাজবাড়ীর সিআইডি পুলিশ ফরিপুরের আলীপুর এলাকা থেকে শনিবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন, রাজবাড়ী সিআইডি’র পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান।