Sunday, December 22, 2024

কষ্ট নামের সুখ পাখি- তাহমিনা মুন্নী

কষ্ট নামের সুখ পাখি-
তাহমিনা মুন্নী
কেউ যদি মোর কষ্ট নিয়ে
খেলতে চায় খেলুক তবে
এমন অনেক কষ্ট আছে
যত্নে গড়া বুকের টবে।
সুখগুলো সব অল্প আয়ুর
হিসেব করে দেয়না ধরা
নিভৃত এই বুকের কোণে
কষ্ট গুলো যত্নে গড়া।
এমন কষ্ট নুনের দামে
বেচব না তো ভবের হাটে
বলব নাতো নিরব ব্যথার
যন্ত্রণা আর ঘাটে ঘাটে।
ভালবাসার কষ্ট গুলো
রাখব পুষে যত্ন করে
পুষ্পাভরণ সজ্জিত সুর
আলতো করে মনের ঘরে।
কেউ যদি আর এসে বলে
সহজ কথায় ভুলিয়ে ভালে
কষ্ট শাখের গুঞ্জরিতে
ফুটাবো ফুল তোমার ডালে।
তবুও আমি এই জনমে
বেচব নাতো কষ্ট গুলো
আলো আঁধারের পথ চলাতে
একটু না হয় নামুক ধুলো।
আমি না হয় পত্র পাতায়
একটু সুখের গন্ধ নিলাম
একান্ত এই কষ্ট আমার
মেঘের খেয়ায় ভাসিয়ে দিলাম।
কষ্ট নামের সুখ পাখিটা
সাতকাহন এই চোখের তারায়
বেচব নাতো কারো কাছে
রাখব ধরে নিরব মায়ায়।।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here