রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিভিন্ন সড়কে ৩-৪দিন ধরে হাতি দিয়ে বেপরোয়া চাঁদাবাজি চলছে। সড়কে চলারত যানবাহন, পথচারীকে হাতি দিয়ে দাড় করিয়ে টাকা দাবী করাসহ টাকা না দিলে দাড় করিয়ে রাখা হয়। অনেকে বাধ্য হয়েই ১০-২০ টাকা দিয়ে ঝামেলা এড়াতে সটকে পড়ে।
সোমবার সকাল ১১টার দিকে বালিয়াকান্দি-নারুয়া পাংশা সড়কের গাড়াকোলা এলাকায় দেখাযায়, সড়ক জুড়ে হাতি রয়েছে। সড়কে চলাচলরত মোটর সাইকেল, ভ্যান, ট্রাক আসলেই গতিরোধ করে টাকা দাবী করে। টাকা না দেওয়া পর্যন্ত হাতি সরানো হয় না। অনেকেই বাড়তি ঝামেলা ছাড়াই ১০-২০ টাকা দিয়ে চলে যেতে বাধ্য হচ্ছে।
সড়কে চলাচলরতরা জানিয়েছেন, ৩-৪দিন ধরে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারে হাতি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাচ্ছি।
হাতির পিঠে বসে থাকা রাখালের নাম জিজ্ঞাসা করলে ক্যামেরা দেখে নাম না প্রকাশ করে চলে যায়।