- করোনায় আক্রান্ত হয়ে পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ,বরিশালের সাবেক সিভিল সার্জন ও রাজবাড়ী জেলা স্বাচীবের সাধারণ সম্পাদক ডা.আ ফ ম শফিউদ্দিন পাতা চিকিৎসাধীন অবস্থায় ৩ আগষ্ট (মঙ্গলবার ) দুপুরে শেখ রাসেল গ্যাষ্ট্রো লিভার ইনস্টিটিউটে মারা গেছেন ( ইন্না নিল্লাহে……..রাজেউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি স্ত্রী , দুই ছেলে ,তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী, সহকর্মী ও আত্নীয় সজন রেখে গেছেন।
ডা.আ ফ ম শফিউদ্দিন পাতা’র মৃত্যুতে ৩ আগষ্ট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগ এর দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার মাধ্যেমে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)।
এছাড়াও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।