Sunday, December 22, 2024

পাংশায় অস্ত্র-গুলি দুইজন গ্রেফতার

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রাম থেকে বুধবার(১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি দেশীয় একটি স্বয়ংক্রিয় রিভলবার ও তিন রাউন্ড তাঁজা গুলিসহ অভি শেখ (১৭), এবং রাসেল মিয়া(১৯) নামে দুই যুবককে আটক করেছে পাংশা থানা পুলিশ। তারা পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের বাচ্চু শেখ ও আকু মিয়ার ছেলে।

পাংশা মডেল থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় পাংশা থানাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত করাসহ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের লক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শাহনেওয়াজ রাজু (পিপিএম, বিপিএম) স্যার এর দিক নির্দেশনায় আমি ও এসআই(নিঃ) তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার এবং সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।

পরে পাংশা মডেল থানায় মামলা নং-১২, তারিখ- ১৫/০৯/২০২২ ইং, ধারা- 19(a) (f) ১৮৭৮ সালের অস্ত্র আইন মামলা রুজু করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here