Sunday, December 22, 2024

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

নেহাল আহমেদ,রাজবাড়ী: রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র মা টেলিকমে রাতের কোন এক সময় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা রাতের আঁধারে টিনের চাল কেটে কাপড়ের ফাঁদ বানিয়ে বার চুরি করে পালিয়ে যায়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।মা টেলাকমের স্বত্বাধিকারী হাসান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ফোন বিক্রির টাকা নিয়ে ঘর তালাবদ্ধ রেখে দোকান বন্ধ করে বাড়িতে যান।

বুধবার সকালে দোকান খুলে দেখেন, দোকানে্ টিনকাটা ধারণা করা হচ্ছে- দোকানের পিছন দিয়ে চোর চালের উপর উঠে চুরি করে পালিয়েছে। বিষয়টি রাজবাড়ী থানা পুলিশকে জানানো হলে তারা সরোজমিনে দেখে যায়।উল্লেখখ্য দোকানের পিছনে রেলের জায়গায় সুইপার পট্টি থাকায় মাদকের আড্ডা বসে প্রতিদিন।

রাজবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্য আঃ আজিজ বলেন, শহরের প্রাণকেন্দ্রে দোকান চুরি দঃখ জনক। আমার দোকানেও আগে তিনবার চুরির ঘটনা হয়েছে।বারবার এ ধরনের চুরির ঘটনা খুব দুঃখজনক রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here