Thursday, December 26, 2024

পাংশায় বিনামূল্যে সার ও মাসকলাই বীজ বিতরণ

উজ্জল হোসেন, পাংশা: পাংশায় ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সোমবার (৩ অক্টোবর) বেলা ১১:৩০ মিনিটের দিকে বিনামূল্যে সার ও মাসকলাই বীজ বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মাছপাড়া, সরিষা, যশাই ও পাট্রা ইউপির ৪০ জন কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এর সঞ্চালনায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন এলাকার কৃষকেরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি পটাস ও ৫ কেজি করে মাসকলাই বীজ বিতরণ করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here