Monday, December 23, 2024

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আঃলীগ মনোনীত প্রার্থীর বিজয়

উজ্জল হোসেন : রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচন সম্পন হয়েছে ।

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ।  তিনি ২৯০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী দীপক কুন্ডু । আওয়ামী লীগ প্রার্থী (তালগাছ প্রতিক) তিনি পেয়েছেন ৪২৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ১৩৮ ভোট ।

রাজবাড়ী জেলার ৫ টি উপজেলার ৫ টি কেন্দ্রে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহন ,গণনা ও ফল প্রকাশ হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয় থেকে বিকেলে ফলাফল ঘোষনা করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবু কায়সার খান

রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয় থেকে বিকেলে ফলাফল ঘোষনা করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবু কায়সার খান । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্না রানী, রাজবাড়ী নির্বাচন কমিশনার মোঃ মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here