Tuesday, December 24, 2024

পাংশায় শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৮) অক্টোবর সকাল ১০ টায় পাংশা উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলার বঙ্গবন্ধু কর্নারে শহীদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী, সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান (ওদুদ)সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। পরে অতিথিরা শিশু রাসেল এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

আলোচনা সভা শেষ উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী। পরে অতিথিরা উপজেলা পর্যায়ের শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here