Sunday, November 24, 2024

পাংশার বাহাদুরপুরে উদ্বোধন হলো “পিন্টু মিন্টু ” পার্ক

উজ্জল হোসেন পাংশা : শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য পদ্না নদী সংলগ্ন পাংশার বাহাদুরপুরে পিন্টু মিন্টুর উদ্যোগে নির্মিত হলো” পিন্টু মিন্টু” পার্কের শুভ উদ্বোধন। শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ পার্কের উদ্বোধন ঘোষণা করা হয়।

শিশুদের মানসিক ও শারিরীক বিকাশের জন্য প্রয়োজনীয় বিনোদন স্থলগুলো হারিয়ে যাচ্ছে।
এ পার্কটিতে শিশুদের জন্য ঘোড়া চক্কের খেলনা নির্মাণ করা হয়েছে। দুই থেকে আট বছর পর্যন্ত সব শিশুই এ খেলনা উপভোগ করতে পারবেন। এছাড়াও বড়দের জন্য নৌকা চক্কের খেলনা রাখা হয়েছে।

এ পার্কের সৌন্দর্য ও রাইডারগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন পার্ক অভিভাবকরাই।

পদ্না নদী সংলগ্নে “পিন্টু মিন্টু” পার্কের প্রকল্পটি তিন বিঘা জায়গার ওপর প্রায় ২০ লাখ টাকায় বাস্তবায়ন করা হয়।

পার্কটিতে ৫-৬টি বসার জন্য ছোট ছোট ছোনের ঘর নির্মাণ করা হয়েছে।

পাংশার বাহাদুরপুরে উদ্বোধন হলো “পিন্টু মিন্টু ” পার্ক

আলোকসজ্জায় থাকবে আধুনিকতার ছোঁয়া, ডিজিটাল আলোকসজ্জায় সজ্জিত পার্কের বিভিন্ন স্থান তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান পার্ক কর্তৃপক্ষ।

পার্কের কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) পিন্টু মল্লিক জানান, এ পার্কটিতে প্রবেশে ও রাইডে চড়তে নৌকা চক্রে ৩০টাকা ও শিশু বাচ্ছাদের ঘোড়া চক্রে ২০ টাকা নির্ধারণ করা হয়ছে। তবে এ পার্কের পরিবেশ ঠিক রাখতে পার্কের মধ্যে ধূমপান, কোনো ধরনের অশালীন কার্যকলাপ, যেখানে সেখানে ময়লা ফেলানো যাবেনা।

এছাড়াও পার্কের নির্দিষ্ট স্থান ও স্থাপনাগুলো যেন নষ্ট না হয়ে যায় সেজন্য নির্দিষ্ট সময় ও স্থানে চলাচল করার জন্য অনুরোধ জানান তারা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here