Sunday, December 22, 2024

Wp Theme Bazar

বাংলাদেশে অনেকেই প্রিমিয়াম থিম ও প্লাগিন কিনতে চায়লেও কিনতে পারে না। ডলার এর অভাবে কিংবা ভিসা বা মাস্টার কার্ড এর অভাবে। কিন্তু বাংলাদেশের ছেলে জয়নাল আবদীন  তিনি প্রিমিয়াম থিম ও প্লাগিন নিয়ে ওয়েবসাইট তৈরি করেছেন। তাতে প্রায় ৫০০+ প্রিমিয়াম থিম ও প্লাগিন রয়েছে। তা তিনি সুলভ মূল্যে বিক্রি করতেছেন। তার প্রতিটি থিম ও প্লাগিন অরিজিনাল। তবে মজার বিষয় হলো তার প্রতিটি থিম লাইসেন্সকৃত এবং আপডেট এ্যাবল। তিনি প্রতিটি থিম ও প্লাগিন অরিজিনাল ওয়েবসাইট থেকে লাইভ ডাউনলোড করে একটিভ করে দিয়ে থাকেন। তাই ভাইরাসমুক্ত পাবেন ।

যে থিম গুলো আপনি মূল সাইট থেকে কিনতে গেলে ৫০০০+ টাকা লাগবে সেই থিমটি সেই ওয়েবসাইট এ পাবেন মাত্র ৫০০-১০০০ টাকায়। আপনি যদি ওয়েবসাইট বানাতে চান ,তাহলে আপনি থিম ও প্লাগিন এই ওয়েবসাইট কিনতে পারেন।

Wp Theme Bazar Visit Now 

আমি সাংবাদিক কবির হোসাইন, এই ওয়েবসাইট থেকে প্রতিনিয়ত থিম ও প্লাগিন ক্রয় করি। তার থিম ও প্লাগিনগুলো ব্যবহার করতেছি। সর্বদা আপডেট পাচ্ছি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here