Tuesday, December 24, 2024

গোয়ালন্দে ৪ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ( রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে দৌলতদিয়া ইউপির বদন মৃধার পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী উপজেলার দৌলতদিয়া ইউপির বদন মৃধার পাড়ার মৃত আবেদ আলী মৃধার ছেলে আকাশ মৃধা ওরফে আব্দুল্লাহ (২৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া ইউপির বদন মৃধার পাড়া সাকিনস্থ আবেদ আলী মৃধার বসত ঘর থেকে ০৪ (চার) কেজি গাঁজাসহ আকাশ মৃধা ওরফে আবদুল্লাহকে আটক করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here