রাজবাড়ী ভোক্তা সংরক্ষন অধিদফতরের অভিযানে গোয়ালন্দ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের মালিক কে ভোক্তা সংরক্ষণ আইনের ৫৩ ধারায় দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেবা গ্রহীতার অর্থ লোকসান, অস্বাস্থকর পরিবেশ ও জীবন হানিকর ঘটনার আইনে গোয়ালন্দ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে এ জরিমানা করা হয়। তবে এ আইনে সর্বচ্চো শাস্তি দুই লাখ টাকা জড়িমানার বিধান রয়েছে বলে জানান,রাজবাড়ী ভোক্তা সংরক্ষন অধিদফতরের এ,ডি মোঃশরিফুল ইসলাম।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গোয়ালন্দ হাঁসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনার সময় গোয়ালন্দ ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টার সহ ৫১ ধারায় আলাউদ্দীন ফার্মেসীকে ১৫শত টাকা ও নীড় মেডিক্যাল হলকে ৫শত টাকা জরিমানা আদায় ও সতর্ক করা হয়।
ভোক্তা সংরক্ষন অধিদফতরের এ,ডি মোঃশরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে সহায়তা করেন রাজবাড়ী সিভিল সার্জনে কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক ও গোয়ালন্দ থানা পুলিশ।
জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে বলে জানানো হয়।