Monday, December 23, 2024

গোয়ালন্দে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি (গোয়ালন্দ) রাজবাড়ী : বর্তমান সরকার সারা দেশে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণের প্রকল্প নিয়েছে।তারই ধারাবাহিকতায় সোমবার (১৬ জানুয়ারী) দ্বিতীয় পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫০টি মসজিদের মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অন্যতম।

গোয়ালন্দ উপজেলা পরিষদ সংলগ্ন নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক কাওছার আহমেদ , জেলা পুলিশ সুপার এস এম শালিকুজ্জামান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জববার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল , উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন , সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান, উপপরিচালক ইসলামি ফাউন্ডেশন রাজবাড়ী মোহাম্মদ ইয়াছিন মোল্লা,ফিল্ড সুপারভাইজার ইসলামি ফাউন্ডেশন গোয়ালন্দ মোঃ লুৎফর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদ চৌধুরী।

এ মডেল মসজিদে নামায ঘর ছাড়াও আছে লাইব্রেরি, কনফারেন্স রুম, মক্তব, রেস্ট হাউস, ইসলামিক ফাউন্ডেশন অফিস, পার্কিং, ইসলামী শপ, লাশ ধোয়ার ঘর, পুরুষ ও মহিলা আলাদা নামায ঘর, অজুখানা ওয়াশব্লক সিড়ি, ইমাম মুয়াজ্জিন থাকার কক্ষ, উন্মুক্ত বিশাল সাহান, ৯৫ ফুট মিনার, আধুনিক আলোকশয্যা, এসি ২য় তলা, মার্বেলস টাইলস সহ উন্নত ফিটিংস, প্রাক ইসলামী শিক্ষা কেন্দ্র, ডাইনিং, এমএস হলো বক্স ফেরোসিমেন্ট অর্নামেন্টাল নক্স ইত্যাদি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here