Thursday, April 18, 2024

অবৈধ দখলদারদের উচ্ছেদ বিষয়ে মতবিনিময় সভা

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার রেলওয়ে ভূমি হতে অবৈধ দখলদারদের উচ্ছেদ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার(১৬ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটু, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল, পাকসী ভূ-সম্পত্তি বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান মিয়া প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here