Monday, May 27, 2024

অস্ট্রেলিয়ার সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ‘মানুষের দেহাবশেষ’ উদ্ধার

সিডনি (অনলাইন ডেস্ক) : অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব সমুদ্র উপকূল থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেখানে দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ডুবে গিয়েছিল। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, এমআরএইচ-৯০ তাইপান নামের এই হেলিকপ্টারে চার ক্রু সদস্য ছিল। গত ২৮ জুলাই রাতে বহুজাতিক সামরিক মহড়া চলাকালে হুইটসানডে দ্বীপপুঞ্জের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সেনাবাহিনীর যৌথ অভিযানের প্রধান লে. জেনারেল গ্রেগ বিল্টন কুইন্সল্যান্ডে সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাস্থলের অনেক দূর থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। এই উদ্ধার অভিযানে ডুবোযান ব্যবহার করা হয়।

সমুদ্র তলদেশের যেখান থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয় সেখানে পানির গভীরতা ছিল ৪০ মিটার (১৩০ ফুট)। সেখানে ককপিটের কিছু অংশসহ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অনুসন্ধান দল এখনো হেলিকপ্টারের ব্ল্যাক বক্স খুঁজে পায়নি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here